তেমন বন্ধু কি আপনার আছে?
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২৯:৩৩ রাত
সাধারণতঃ মানুষ অন্যের সাথে সময় কাটায় দু’কারণে, হয় নিরেট বন্ধুত্বের করণে না হয় স্বার্থ আদায়ের লক্ষ্যে। তবে দ্বিতীয় অপশনটি মানুষ সহজে স্বীকার করে না, আপন স্বার্থ বন্ধুত্বের আবরণে আদায় করেন। স্বার্থ বহুবিদ হয়। কখনো অর্থের জন্য, কখনো নিরেট টাইম পাশ করার জন্য, কখনো সাথের মানুষটির সাথে থাকলে ভিন্ন কাজ সীদ্ধি হবে তাই বা ধার কর্জ পায় ইত্যাদি। আপনি যদি কারো সাথে চলাফেরা করেন বা আপনার সাথে অন্য কেউ চলাফেরা করে বন্ধুত্বের কারণে। কি ভাবে বুঝবেন যে আপনারা বন্ধুত্বের কারনে এক সাথে চলাফেরা করছেন? যদি আপনি আপনার বন্ধুর বাড়ীতে অনায়াসে যেতে পারেন, তার পারিবারের সকলের কাছে সমান গুরুত্ব পান, তার পরিবার আপনাকে অতীথির ন্যায় সমাদর না করে এবং আপনার বন্ধুর ন্যায় বিহেব করে , বন্ধুর বা তার পরিবারের সদস্যদের কেউ সমস্যা গ্রস্ত হলে, তাদের কেউ হাসপাতালে ভর্তি হলে, নিজের ব্যবসায়, পেশায়, কাজ কর্মে মন না বসলে, অর্থাৎ আপনার পরিবারের সমস্যায় যেমন আপনি কাতর হন তেমনি যদি বন্ধুর পরিবারের সমস্যায় কতর হন তাহলে বুঝবেন আপনি যার সাথে চলছেন সেটা নিরেট বন্থুত্বের কারণে, জাগতিক স্বার্থে নয়। তবে খাঁটি বন্ধু পাওয়া দুরহ। একমত হলে কমেন্টস্ করুন
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন